এই প্রথম রেকর্ড ভারতের, গত ২৪ ঘণ্টায় ৬০১ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ১২ জনের


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ৪ এপ্রিল পর্যন্ত দেশে করোনা সংক্রামিত হয়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের। সারা দেশে গত চব্বিশ ঘণ্টায় সর্বাধিক করোনা সংক্রামিত হয়েছেন ৬০১  জন। অন্যদিকে চব্বিশ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২ জনের। যার ফলে সারা দেশে করোনা  আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৯০২। খুব শীঘ্রই এই সংখ্যা ৩০০০ ছাড়াবে বলে মনে করা হচ্ছে। 

গত সপ্তাহে সারা দেশ জুড়ে এত সংখ্যক নজিরবিহীন আক্রান্তের যোগসূত্রটি মার্চ মাসে দক্ষিণ দিল্লিতে ইসলামী গোষ্ঠী তাবলিগী জামাত দ্বারা অনুষ্ঠিত বিতর্কিত ধর্মীয় সমাবেশের সঙ্গে যুক্ত হয়েছে। এখনও পর্যন্ত দেশে সর্বাধিক করোনা আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রে। তারপরই নাম রয়েছে তামিলনাড়ুর। 

বিশ্বব্যাপী, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মারা গিয়েছেন প্রায় ৫০,০০০ মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে করোনা আক্রান্ত হয়ে প্রায় ১,৫০০ জনের মৃত্যু রেকর্ড করেছে, যা বিশ্বের সমস্ত দেশের মধ্যে সর্বোচ্চ রেকর্ড গড়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.