দেশে করোনা আক্রান্ত ১৮,৬০১, চব্বিশ ঘণ্টায় সর্বাধিক মৃত্যু ৪৭ জনের, মৃতের সংখ্যা বেড়ে ৫৯০
Odd বাংলা ডেস্ক: গত চব্বিশ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এক দিনে মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৭ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে খবর, সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮,৬০১ জনের এবং সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হল ৫৯০। আর কিছুক্ষণেই ৬০০ পেরিয়ে যাবে মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রক আজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৩৩৬টি নতুন করোনা কেস ধরা পড়েছে।
তবে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরে আসা মানুষের হারও কিন্তু তুলনামুলকভাবে বেড়েছে। আজ সকালে করোনয় সুস্থ হয়ে ওঠা রোগীর হার ১৭.৪৮ শতাংশ। একদিনে রেকর্ড সংখ্যক ৭০৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
Post a Comment