দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১২,৩৮০, মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৪!


Odd বাংলা ডেস্ক: সারা দেশে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু হল আরও ৩৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ৪১৪। ভারতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ১২,০০০ ছাড়িয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া রিপোর্টে অনুসারে, করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৩৮০। 

এই মুহূর্তে আইসোলেশনে আছেন ১০,৪৭৭ জন। তবে পড়ে পাওয়া সুখবর হল, সংক্রমণ সারিয়ে সুস্থও হয়ে উঠেছেন ১,৪৮৮ জন। বুধবার কেন্দ্রের প্রকাশিত হটস্পটের তালিকায় রয়েছে ১৭০টি জেলা। এর মধ্যে ৬টি মেট্রো শহরের পাশাপাশি তালিকায় রয়েছে অধিকাংশ বড় শহর। হটস্পটের তালিকায় রয়েছে কলকাতা, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ, জয়পুর, আগ্রা, বেঙ্গালুরুর ৯ জেলা। 

উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং তেলঙ্গানাও। নিত্যদিন যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে আগামী ২-৩ সপ্তাহ সময়টা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যেও আগামী ২০ এপ্রিল থেকে লকডাউনে খানিকটা হলেও ছাড় দিতে চলেছে কেন্দ্র। 
Blogger দ্বারা পরিচালিত.