৩ মে-র পরেও বাড়তে পারে লকডাউনের মেয়াদ, ইঙ্গিত দিল একাধিক রাজ্য


Odd বাংলা ডেস্ক: আগামী ৩ মে শেষ হচ্ছে দ্বিতীয় দফার লকডাউন। কিন্তু তার পরেও লকডাউনের মেয়াদ বাড়ানো হবে। অন্তত তেমনটাই খবর দিল্লি সরকার সূত্রে। সারা দেশজুড়ে জারি হওয়া লকডাউনের মেয়াদ শেষ হওয়ার পর আরও ২ সপ্তাহ টানা লকডাউনের যাবতীয় নিয়ম-নীতি মেনে চলা হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। 

আরও জানা গিয়েছে যে, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ,পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবেও ৩ মে-এর পর বিশেষত হটস্পট এলাকাগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং কর্ণাটক সরকার জানিয়েছে যে, তারা কেন্দ্রের নির্দেশিকা অনুসরণ করবে, অন্যদিকে অসম, কেরল ও বিহার সরকার জানিয়েছে, তারা সোমবার  প্রধানমন্ত্রী নরেন্দ্ মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সের পরে লকডাউনের বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 


শনিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন যে, রাজধানীতে ৯৯টি করোনা হটস্পট রয়েছে, তবে গোটা শহর হটস্পট নয়। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অবশ্য এই সপ্তাহের শুরুতে বলেছিলেন যে, রাজধানীতে লকডাউন চলবে এবং ২৭ এপ্রিল বিশেষজ্ঞদের রিভিউ মিটিং-এর আগে নিষেধাজ্ঞাগুলিরর ওপর কোনও ছাড় দেওয়া হবে না।
Blogger দ্বারা পরিচালিত.