সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ২৪০!
Odd বাংলা ডেস্ক: সারা দেশে গত এক সপ্তাহ ধরে জারি করা হয়েছে লকডাউন। আর এই লকডাউন পিরিয়ডের মধ্যেই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অর্থাত মঙ্গলবার দুপুর থেকে বুধবার দুপুর পর্যন্ত সারা দেশে নতুন করে ২৪০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে দেড় হাজার ছাড়িয়ে গিয়েছে।
সবথেকে আশঙ্কার খবর, নতুন করে যারা করোনা আক্রান্ত হয়েছেন, তাদের একটা বড় অংশ দিল্লির নিজামউদ্দিনের জামাতে অংশ নেওয়া মানুষজন রয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই নিজামউদ্দিনের জামাতে যোগ দেওয়া লোকজন ছড়িয়ে পড়েছেন সারা দেশে। ফলে সেই বিষয়ে সব রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে কেন্দ্র। ওই জামাতে যোগ দেওয়া এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজনকে চিহ্নিত করার কাজ চলছে কেন্দ্রের তরফে এবং রাজ্যের তরফেও। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, নিজামউদ্দিনে যোগ দেওয়া এবং তাঁদের সংস্পর্শে আসা লোকজনের আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে বলেই এ ভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে।
Post a Comment