সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৮২ হাজার ৫৯৮! জারি রয়েছে মৃত্যুমিছিলও


Odd বাংলা ডেস্ক: যত দিন যাচ্ছে ততই চওড়া হচ্ছে করোনার থাবা। তার ফলে ক্রমেই সংকটজনক হয়ে উঠছে সারা বিশ্বের পরিস্থিতি। এই মুহূর্তে পাওয়া খবরের ভিত্তিতে সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ লক্ষ ৮২ হাজার ৫৯৮। সারা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১৭০,৪৮৪ জনের। তবে এখনও পর্যন্ত সারা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ৬৫২,৫৪৩ জন। 

সবচেয়ে করুণ অবস্থা আমেরিকার। সেখানে করোনায় মৃতের সংখ্যা ৪২,৫১৮। আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৯২ হাজার ৯৩৮। আক্রান্তের নিরিখে দ্বিতীয় এবং মৃত্যুর নিরিখে তৃতীয় স্থানে রয়েছে স্পেন। সেখানে আক্রান্তের সংখ্যা ২০০,২১০, মৃত্যু হয়েছে ২০,৮৫২ জনের।

অন্যদিকে আত্কান্তের নিরিখে তৃতীয় এবং মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালি। ইতালিতে আক্রান্তের সংখ্যা ১৮১,২২৮জন। করোনায় মারা গিয়েছেন ২৪,১১৪জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করে নয়া অভিবাসন নীতি ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, আপাতত নতুন করে কোনও ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অভিবাসন না ইমিগ্রেশন দেওয়া হবে না। 

সূত্র- worldometers.info
Blogger দ্বারা পরিচালিত.