দেশে করোনার আক্রান্ত ১৯,৯৮৪! চব্বিশ ঘণ্টায় মৃত্যু আরও ৫০ জনের
Odd বাংলা ডেস্ক: ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনার রূপ। ভারতবর্ষে প্রায় ২০,০০০-ছুঁই ছুঁই করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জন রোগী করোনায় মারা গিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রদত্ত পরিসংখ্যানে দেখা গিয়েছে সারা দেশে এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৯,৯৮৪ জন।
তবে গতকাল থেকে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে ফিরেও এসেছেন রেকর্ড সংখ্যক মানুষ। আজ সকাল পর্যন্ত সুস্থ হয়ে ওঠার হার ১৯.৩৬। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৬১৮জন রোগী।
এদিকে ক্রমেই কঠিন হচ্ছে মহারাষ্ট্রের পরিস্থিতি। সেরাজ্যে নতুন করে আরও ৪৭২ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে, মারা গিয়েছেন আরও ৯ জন। সব মিলিয়ে সেরাজ্যেই মৃতের সংখ্যা ২৩২-এ দাঁড়িয়েছে। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাভিতে এ দিনও নতুন করে সংক্রমণের খবর মিলেছে। এ পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৬৫। মহারাষ্ট্রে লকডাউন না মানায় গত ৩১ দিনে ৬০ হাজারের কাছাকাছি মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার হয়েছেন ১৩ হাজারেরও বেশি মানুষ।
Post a Comment