তবলিঘি জামাত সদস্যদের হদিশ দিলে মিলবে ১০,০০০ টাকা, পুরস্কার ঘোষণা কানপুর পুলিশের


Odd বাংলা ডেস্ক: তবলিঘি জামাত নিয়ে যখন সাড়া দেশে উত্তেজন ছড়িয়েছে, তখন লুকিয়ে রয়েছেন একাধিক সদস্য। দিল্লি থেকে ফেরার পনের দিন পরেও তারা কেউ করোনা পরীক্ষা করানোর জন্য পুলিশের কাছে যাননি। তাঁদের বহু অনুরোধ করার পরেও কাজ হয়নি, কার্যত আত্মগোপন করে রয়েছেন তাঁরা। আর সেই কারণেই অভিযুক্তদের হদিশ দিতে পারলে এবার আর্থিক পুরস্কার ঘোষণা করল কানপুর পুলিশ। 

লুকিয়ে থাকা তবলিঘি সদস্যদের হদিশ দিলেই মিলবে নগদ ১০,০০০ টাকা! কানপুর রেঞ্জের আইজি মহিত আগরওয়াল জানিয়েছেন, এখন সময় আছে, পুলিশের সঙ্গে সহযোগিতা করে তাঁরা এসে যদি নিজে থেকে এসে আত্মসমর্পণ করে, তাহলে ভালো, নইলে তাঁদের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, সারা দেশে করোনার জন্য লকডাউন শুরু হওয়ার কিছু আগেই ধর্মীয় সমাবেশ করে তবলিঘি জমাত। কিন্তু করোনার কারণে সামজিক দূরত্ব বজায় রাখতেই এর আগেই যেকোনও ধরনের সমাবেশ, মিটিং-মিছিলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কেন্দ্রের সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে দিল্লি পুলিশের নাকের ডগায় দিল্লির নিজামউদ্দিন ধর্মীয় সমাবেশ করে তবলিঘি।
Blogger দ্বারা পরিচালিত.