ক্যান্সারে মৃত্যু সেনা অফিসারের, ছেলেকে শেষবার দেখতে লকডাউনে ২০০০ কিমি পথ পেরোলেন বৃদ্ধ বাবা-মা


Odd বাংলা ডেস্ক: সাহসিকতার জন্য বিশেষ পুরস্কার প্রাপ্ত কর্নেল নবজোত সিং বলের মৃত্যু হল বৃহস্পতিবার। ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই মুহূর্তে সারা দেশজুড়ে জারি লকডাউন। সেনা অফিসারের মৃত্যুর পর তাঁর বয়স্ক বাবা মাকে প্রায় ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হল ছেলেকে একবার শেষ দেখা দেখতে পাওয়ার জন্য।

লকডাউন পরিস্থিতিতে বায়ুসেনার বিমান পরিষেবা তাঁদের দেওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়। আর এরপরই গুরুগ্রাম থেকে বেঙ্গালুরু পৌঁছনোর জন্য সড়কপথেক সাহায্য নেই ওই বৃদ্ধ দম্পতি। সন্তানের শেষ বিদায়কালে বৃদ্ধ দম্পতিকে যে এভাবে সমস্যার সম্মুখীন হতে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি তাঁরা। 

তবে সূত্রের খবর, ভারতীয় সেনার তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, বিশেষ বিমানে কর্নেলের মৃতদেহ দিল্লিতে নিয়ে যাওয়া হবে সেখানে  ব্রার স্কয়ার দিল্লি ক্যান্টনমেন্টে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদার সঙ্গে তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হবে। কিন্তু তাঁর পরিবারের ইচ্ছে ছিল তাঁর শেষকৃত্যু বেঙ্গালুরুতেই সম্পন্ন হোক। সেই মোতাবেক তাঁর বৃদ্ধ বাবা-মা শুক্র বার সকালে গাড়িতে রওনা দিয়েছেন, শনিবার সন্ধেবেলা সম্ভবত তাঁরা ছেলের কাছে পৌঁছে যাবেন। 

সূত্রের তরফে আরও জানা গিয়েছে, দেশব্যাপী লকডাউনের কারণে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ছাড়পত্রের প্রয়োজন হয়েছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যে নাগাদ প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয়েছিল। তবে, ভারতীয় বিমানবাহিনীকে উড়ানের জন্য কোনও আনুষ্ঠানিক আদেশ ছিল না, আর সেই কারণেই ওই বৃদ্ধে দম্পতিকে প্রায় ২০০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হল।
Blogger দ্বারা পরিচালিত.