করোনার কামড়ে ১ বছরের জন্য বেতন-ভাতা ছাঁটাই হল রাষ্ট্রপতি-মন্ত্রী-রাজ্যপালদের


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে বেতন এবং ভাতা হ্রাসে সম্মতি জানালেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ কেন্দ্রের সকল মন্ত্রীরা। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু-সহ সকল রাজ্যের রাজ্যপালরা একত্রে একসঙ্গে এক বছরের জন্য ৩০ শতাংশ বেতন হ্রাসে সমর্থ হয়েছেন। পাশাপাশি এই বিষয়ক অর্ডিন্যান্সে কেন্দ্রীয় মন্ত্রীসভা অনুমোদন দিয়েছে।

সারা দেশে যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কেন্দ্রীয় মন্ত্রীসভার সকল সদস্যরাও এই সিদ্ধান্তে সম্মতি প্রদান করেছেন। তাঁদের বেতন থেকে কাটা অর্থ করোনার তহবিলে জমা দেওয়া হবে। সোমবারদিন কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠকের পর যৌথ সম্মতিতে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাওড়েকর জানিয়েছেন, মন্ত্রিসভার বৈঠকে দু'বছরের জন্য এমপি MPLADS-এর টাকাও স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। MPLADS তহবিল থেকে ৭,৯০০ কোটি টাকা করোনা তহবিলে জমা পড়বে বলেও জানিয়েছেন তিনি।
Blogger দ্বারা পরিচালিত.