নেটওয়ার্কের অভাব, তাই গাছের ডালে মাচা বানিয়ে অনলাইনে পড়াচ্ছেন শিক্ষক!


Odd বাংলা ডেস্ক: করোনার জেরে লকডাউনের মতো প্রতিকূল পরিস্থিতিতে বাড়ি থেকেই কাজ করছেন অনেকে। কিন্তু গাছের মাথায় বসে কাজ করার কথা কি কেউ শুনেছেন? এমনই অসাধ্য সাধন করে দেখিয়েছেন বাঁকুড়ার এক শিক্ষক সুব্রত পতি। কলকাতায় একটি চাকরি প্রশিক্ষণ কেন্দ্রে(বেসরকারি) শিক্ষকতা করেন সুব্রতবাবু। 

লকডাউনের জন্য কর্পোরেটের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকারাও বাড়ি থেকে ইন্টারনেটের সাহায্যে পড়াচ্ছেন। আর এর কারণেই বেজায় সমস্যায় পড়েছেন তিনি। কারণ সুব্রতবাবু যে কেন্দ্রের প্রশিক্ষক সেখানেও ক্লাস চলছে অনলাইনে। আর লকডাউনের কারণে তিনি এই মুহূর্তে রয়েছেন তাঁর জঙ্গলমহলের জেলা বাঁকুড়ায়। আর তাঁর গ্রামের বাড়ি এলাকায় কোনও মোবাইলের নেটওয়ার্কই কাজ করে না। 

আর এই কারণেই কিছু বন্ধুদের সাহায্য নিয়ে গ্রামের একপ্রান্তে একটি নিমগাছের উঁচু ডালে মাচা করে সেখানে বসেই অনলাইনে ক্লাস নিচ্ছেন স্যার! প্রতিদিন সকাল সাড়ে ন’টার মধ্যে ল্যাপটপ, মোবাইল, অন্যান্য শিক্ষা সামগ্রী, একটু খাবার ও জল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে সোজা উঠে পড়ছেন গাছের মাচায়। তারপর সেখানে বসেই চলছে পাঠদান। জানা গিয়েছে, গ্রামবাসীরাও সকলে কিছু না কিছুভাবে সাহায্য করছেন তাঁকে। সুব্রতবাবুর এই প্রচেষ্টা জানিয়েছেন সকলে। 
Blogger দ্বারা পরিচালিত.