৮ দিনেই মৃত্যু ৫০ হাজার! করোনায় সারা বিশ্বে মৃতের সংখ্যা ১ লক্ষ ছাড়াল


Odd বাংলা ডেস্ক: সারা বিশ্বজুড়ে করোনার ত্রাস অব্যাহত। তবে এবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল এক লক্ষেরও বেশি মানুষের। বিশ্বে এই মুহূর্তে করোনা আক্রান্ত প্রায় ১৭ লক্ষ মানুষ। তবে এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৭৬ হাজার মানুষ। সবথেকে চাঞ্চল্যকর তথ্য হল প্রথম ৮৩দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৫০ হাজারের। কিন্তু পরের ৫০ হাজারের মৃত্যু হয়েছে মাত্র ৮ দিনে! 

করোনার এপিসেন্টার নিউইয়র্কের পরিস্থিতি এখব সবথেকে কঠিন। সেখানে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে। সেখানে মৃতদেহদের ঘিরে হাহাকার করার কেউ নেই। মর্গেও মৃতদেহ রাখার জায়গা নেই। যেসব দেহ কেউ দাবি করছেন না, সেইসব দেহ সৎকার করার জন্য চলছে গণকবর দেওয়ার কাজ। 

করোনর কারণে আমেরিকাতেও হু হু করে বাড়ছে বেকারত্বের হার। এই মুহূর্তে সেখানে কর্মহীন প্রায় ১ কোটি ৭০ লক্ষ মানুষ। ইতালিতে করোনায় মৃতের সংখ্যা ১৮,৮৪৯। স্পেনে মৃত্যু হয়েছে ১৫,৯৭০ জনের। ব্রিটেনে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার। করোনার কারণে সারা বিশ্বের প্রায় ১৭০টি দেশে মাথাপিছু আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.