কীভাবে তোলা হবে লকডাউন, আলোচনা আজকের মন্ত্রীসভার বৈঠকে


Odd বাংলা ডেস্ক: লকডাউন তো লাগু হয়েছে একরাতে, কিন্তু তোলা হবে কীভাবে? তার জন্যও চাই পরিশিলিত নিয়ম-নীতি। জায়গা অনুসারে লকডাউন উঠবে নাকি ধাপে ধাপে, তার জন্যই আজ বিকেলে মন্ত্রীসভার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বেই হবে এই বৈঠক। 

সূত্রের খবর, ৩ মে-এর পর লকডাউনের মেয়াদ বাড়ানোর আপাতত কোনও পরিকল্পনা নেই, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখা, সর্বদা মাস্ক পরে বেরোনোর মতো নিয়মগুলি লকডাউন ওঠার পরও জারি থাকবে। তবে আরও মনে করা হচ্ছে যে, যেখানে করোনার প্রকোপ কম, সেইসব গ্রীন জোনে লকডাউন শিথিল করা হবে। কিন্তু যেসব এলাকা করোনাপ্রবণ সেখানে থাকবে দারুণ কড়াকড়ি।

গত চব্বিশ ঘণ্টায় ভারতে রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এক দিনে মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৭ জনের, যা এখনও পর্যন্ত রেকর্ড সংখ্যক।  
Blogger দ্বারা পরিচালিত.