এবার ভারতেই তৈরি হবে করোনাভাইরাসের ভ্যাকসিন, ১ বছরের মধ্যেই হাতে পাবেন মানুষ
Odd বাংলা ডেস্ক: এবার ভারতেই তৈরি হবে করোনাভাইরাসের ভ্যাকসিন। আর তা তৈরি হয়ে যাবে আগামী ১ বছরের মধ্যেই!-এমনটাই আশার বাণী শোনালেন বায়োকনের অন্যতম প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর কিরণ মজুমদার শ'। তিনি জানান ২-৩টি ছোট সংস্থা করোনার ভ্যাকসিন তৈরি করছে, এবং কয়েকটি বড় সংস্থার সঙ্গে ওই ছোট সংস্থাগুলি চুক্তিবদ্ধ হচ্ছে। যার ফলে সাধারণ মানুষ আগামী ১ বছরের মধ্যেই করোনার ওষুধ পেয়ে যাবেন।
পাশাপাশি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্লাজমা থেরাপির ওপরেও বিশ্বাস রাখছেন কিরণ দেবী। তিনি জানান, ১৯১৮-এর স্প্যানিশ ফ্লু-এর সংক্রমণ রুখতেও কাজে লাগানো হয়েছিল প্লাজমা থেরাপি। এবারও সেটাই করা দরকার। করোনা আক্রান্তদের শরীরে অ্যান্টিবডি প্রবেশ করালে ভাইরাস নষ্ট হয়ে গিয়ে রোগী সুস্থ হয়ে উঠবেন বলে জানান তিনি, এই সময় প্লাজমা থেরাপি অনেক কার্যকরী হয়ে উঠবে।
Post a Comment