করোনা পরিস্থিতিতে সরাসরি যোগাযোগ করতে চান সরকারের সঙ্গে? ভরসা 'কোভিড ইন্ডিয়া সেবা'
Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়া মানেই ভুয়ো খবর-এবার এই ধারণা মিথ্যা প্রমাণ করতে এবং মারণ করোনা নিয়ে মানুষের মনের ভীতি দূর করতে সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম বানাল কেন্দ্র।
জানা গিয়েছে, সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে করোনাভাইরাস সংক্রান্ত তথ্য সরবরাহ করার জন্য খোলা হয়েছে একটি টুইটার হ্যান্ডেল, যেখানা সাধারণ মানুষ সরাসরি যোগাযোগ করতে পারবেন সরকারের সঙ্গে। টুইটার হ্যান্ডেলে করোনা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন উত্থাপন করতে পারবেন আপনি আর করোনা নিয়ে আপনার যাবতীয় প্রশ্নের উত্তর দেবে সরকার। এই কাজে একটি ড্যাশবোর্ডের ব্যবস্থা থাকবে, যেখানে পুরো প্রক্রিয়াটির নজরদারী চলবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন করোনা মোকাবিলায় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করার জন্য অনেক আগেই এই নয়া উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। @CovidIndiaSeva নামে টুইটার হ্যান্ডেল থেকে গোটা বিষয়টি পরিচালনা করা হবে।
Welcome to #CovidIndiaSeva ,an interactive platform set-up by @MoHFW_India for citizen engagement on #COVID19, which will answer public queries and enable E-Governance.— Covid India Seva (@CovidIndiaSeva) April 21, 2020
To be better informed on #COVID19Pandemic or to have your concerns answered, send us a tweet @CovidIndiaSeva ! https://t.co/TpNjr5Oe4X
প্রসঙ্গত এযাবত, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে কোভিড-১৯ নিয়ে সামাজিক সচেতনতামুলক প্রচার চালিয়েছে সরকার। তবে বিস্তারিত আলাপ-আলোচনা করার পর সরকারের তরফে স্থির করা হয়ে করোনা মহামারি মোকাবিলায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের উপায় থাকা দরকার। আর তাই সরকারের তরফে জানা গিয়েছে, সংকটের পরিস্থিতিতে জনস্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় বিষয়ে সাধারণ মানুষকে তথ্য সরবরাহ করতে এবং নাগরিকরা যাতে দ্রুত সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেই উদ্দেশ্যেই কাজ করবে কোভিডইন্ডিয়া সেবা।
Post a Comment