রেড রোডে প্রতীকী প্রতিবাদ বামেদের, গ্রেফতার বিমান-সূর্য-সেলিম-সুজন, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: মারণ মহামারি প্রতিরোধে রাজ্য সরকারের উদ্যোগ এবং লকডাউনের জেরে সাধারণ মানুষের অসুবিধার বিষয়গুলি তুলে ধরে রেড রোডে প্রতীকী প্রতিবাদে নেমেছিলেন রাজ্য বাম সংগঠন। এদিন তাঁদের দাবি ছিল, দুর্নীতি এবং কালোবাজারি রোধ করে মানুষের হাতে ন্যায্য রেশন পৌঁছে দিতে হবে। 

পাশাপাশি তাঁদের আরও দাবি, করোনা নিয়ে মিথ্যা নয়, সঠিক তথ্য চাই। সেইসঙ্গে রাজ্য জুড়ে নমুনা পরীক্ষা বাড়াতে হবে, যাবতীয় তথ্য মানুষের সামনে আনতে হবে। এদিন এই প্রতিবাদে অংশ নিয়েছিলেন, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মহম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর মতো নেতৃত্বরা। কিন্তু অভিযোগ, লকডাউন ভেঙে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিলেন বাম নেতৃত্বরা। আর সেই অভিযোগেই এদিন বাম শীর্ষনেতৃত্বদের গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতার করতে গিয়ে চরম ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। 

পশ্চিমবঙ্গ বাম দলের তরফে প্রকাশ করা হয়েছে এই ভিডিও- 


জানা যায়, নিরাপদ দূরত্বে দাঁড়িয়েই প্রতীকী প্রতিবাদে সামিল হয়েছিলেন বাম নেতৃত্বরা। কিন্তু তাও এরাজ্য সরকারের পুলিশ তাঁদের বলপূর্বক গ্রেফতার করেছে বলে অভিযোগ। বাম নেতৃত্বের গ্রেফতারি নিয়ে তীব্র সমালোচনা করেছেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। 
তবে ধরে নেওয়ার আধ ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হয় তাঁদের।
Blogger দ্বারা পরিচালিত.