লকডাউনের জেরে ক্ষতিগ্রস্থ শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়াল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক


Odd বাংলা ডেস্ক: লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। তার পাশাপাশি বন্ধ অফিস-কাছারি, ব্যবসায়িক প্রতিষ্ঠান। একইভাবে স্তব্ধ সাংকৃতিক প্রতিষ্ঠানও। আর এর কারণেই প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন সেইসব মানুষ যাঁরা বিভিন্নরকম কলার সঙ্গে যুক্ত। কেউ নাচ-গান শিখিয়েই জীবিকা নির্বাহ করেন। আর এবার তাদের দিকেই সাহায্যের হাত বাড়াল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। 

মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল মঙ্গলবার জানিয়েছেন, যেসব শিল্পীর নাম মন্ত্রকের তালিকায় নথিভুক্ত নেই, কিন্তু লকডাউনের কারণে তীব্র আর্থিক সংকটের মুখে পড়েছেন, সেইসব শিল্পীদের আর্থিক সাহায্য করা হবে। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে সংস্কৃতি মন্ত্রী জানিয়েছেন, মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সারা দেশে যে সাতটি জোনাল অফিস রয়েছে, তাদের নির্দেশ দেওয়া হয়েছে দেশের যত এমন শিল্পী রয়েছেন, যাঁরা লকডাউনের কারণে আর্থিক সংকটে পড়েছেন, তাঁদের সকলকে আর্থিক সাহায্য করা হবে। 
Blogger দ্বারা পরিচালিত.