মর্গে জায়গার অভাব, তাই লাশ ফ্রিজে
Odd বাংলা ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে করোনাভাইরাসে প্রতিদিনই মারা যাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ইকুয়েডরেই করোনায় মৃত্যুর হার সবচেয়ে বেশি।
মৃতের সংখা বাড়তে থাকায় দেশটির হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার মতো স্থান নেই। তাই বাধ্য হয়ে সরকারকে বিশাল আকারের ফ্রিজগুলোতে সংরক্ষণ করতে হচ্ছে মরদেহ।
ইকুয়েডরে এ পর্যন্ত ৩১৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। তবে দেশটির প্রেসিডেন্ট লেনিন মরিনো জানিয়েছেন, কর্তৃপক্ষ এক দিনে শতাধিক লাশ পাচ্ছেন। তাই করোনায় মৃতের বাস্তব সংখ্যা অনেক বেশি।
গুয়াইয়াকুইলের মেয়র সিনথিয়া ভিতেরি জানান, সরকারি হাসপাতালগুলোতে সরকার তিনটি কনটেইনার রেখেছে। এগুলোর মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য ১২ মিটার। কবর প্রস্তুতের আগ পর্যন্ত মৃতদেহ এসব কনটেইনারে সংরক্ষণ করা হবে।
গুয়াইয়াকুইলের তিয়োদোরো মালদোনাদো কারবো হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এই মহামারির কারণে আমাদের হাসপাতালের সেবা সীমিত হয়ে পড়ছে।’
শনিবার ইকুয়েডরের গভর্নর জানিয়েছেন, মৃতদেহ শনাক্তে একটি ডিজিটাল ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে পরিবারের সদস্যরা জানতে পারবেন তাদের স্বজনদের কোথায় সমাধিস্থ করা হয়েছে।
Post a Comment