মর্গে জায়গা নেই, অতএব ফ্রিজে লাশের ওপর লাশ



Odd বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রতিদিন করোনাভাইরাসে এক হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে। দেশটির প্রত্যেকটি অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। নিউ ইয়র্কে ইতোমধ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। তালিকায় এর পরের অবস্থানেই আছে নিউ জার্সি ও মিশিগান। নিউ জার্সিতে ২ হাজার ৪৪৩ জন এবং মিশিগানে ১ হাজার ৬০২ জন মারা গেছে। এই অঙ্গরাজ্যগুলোর হাসপাতালের চিত্রটা এতোটাই ভয়াবহ যে মর্গে মৃতদেহ রাখার মতো স্থান সংকুলান হচ্ছে না। বাধ্য হয়ে কনটেইনারে কিংবা অন্যত্র সরাতে হচ্ছে মৃতদেহ। মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটের সিনাই গ্রেস হাসপাতালের এমনই একটি ছবি জরুরি বিভাগের কর্মীরা নিজেদের মধ্যে শেয়ার করেছেন। 

এক কর্মীর কাছ থেকে সেই ছবি সংগ্রহ করেছে সিএনএন। ছবিতে দেখা গেছে, হাসপাতালের খালি কক্ষগুলোতে লাশ স্তুপ করে রাখা হয়েছে। এমনকি হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় লাশ রাখার জন্য শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষের ব্যবস্থা করা হয়েছে। জরুরি বিভাগের দুই কর্মী ছবির সত্যতা নিশ্চিত করেছেন। চলতি মাসের প্রথম দিকে এই ছবি তোলা হয়েছিল। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে হাসপাতালের কর্মীদের এখন ১২ ঘণ্টা করে কাজ করতে হচ্ছে। দুটি সূত্র জানিয়েছে, যে লাশগুলো যেসব কক্ষে রাখা হয়েছে তার অন্তত একটি ঘুমের অভ্যাস নিয়ে গবেষণার জন্য ব্যবহৃত হতো। আরেকটি ব্যবহৃত হতো স্টোররুম হিসেবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী বলেন, ‘আমি যতদূর জানি, রোগী রাখতে আমাদের বিছানার সংকট চলছে। তাই মৃতদেহ রাখার মতো অতিরিক্ত বিছানা আমরা দিতে পারছি না।’
Blogger দ্বারা পরিচালিত.