ফ্রান্সে কমছে করোনায় মৃতের সংখ্যা
Odd বাংলা ডেস্ক: টানা তিন দিন ধরে ফ্রান্সে করোনায় মৃতের সংখ্যা কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ৫৬১ জনের মৃত্যু হয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে দুই হাজার ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের মোট সংখ্যা এক লাখ ৩২ হাজার ৫৯১তে পৌঁছেছে। একই সময় ৫৬১ জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ১৪ হাজার ৩৯৩ তে পৌঁছেছে।
এর আগে সর্বশেষ ৮ এপ্রিল দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ৫৪১ ছিল। পরের দিন এই সংখ্যা এক লাফে ১ হাজার ৩৪১ এ পৌঁছায়, যা ছিল রেকর্ড। ১০ এপ্রিল আবার মৃতের সংখ্যা ৯৮৭তে চলে আসে। কমার এই ধারাবাহিকতা তার পরেরর দিনও বজায় থাকে। ওই দিন ৬৩৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়।
Post a Comment