সারা দেশে করোনায় মৃত ২৭৬, আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়াল
Odd বাংলা ডেস্ক: সারা দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যে প্রথম দফা লকডাউনের মধ্যে দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ভারতে করোনা আক্রান্ত হল ৮,৩২৬ মানুষ। ইতিমধ্যেই করোনায় সারা দেশে মৃত্যু হয়েছে ২৭৬।
তবে করোনার কবল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৭১৬ জন। প্রথম দফার লকডাউনের মধ্যেই দিল্লিতে নতুন করে ১০৬৯টি নতুন করোনা পজিটিভ কেস ধরা পড়েছে। তবে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে মহারাষ্ট্রের পরিস্থিতি। মহারাষ্ট্রে মৃত্যুর হার ৭ শতাংশ। সেখানে করোনা পজিটিভ ১৫৭৪ জনের মধ্যে ধরা পড়েছে। এরপরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯১১ মানুষ।
Post a Comment