হাই টেক- জাপানি মেশিনে স্যানিটাইজ করা হচ্ছে দিল্লির করোনা হটস্পট এলাকা


Odd বাংলা ডেস্ক: সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। একই পরিস্থিতি রাজধানী দিল্লিতে ও। তবে এবার করোনা মোকাবিলায় দিল্লি সরকার ব্যবহার করছে জাপান থেকে আনা উন্নত-প্রযুক্তিসম্পন্ন সব মেশিন। এইসব মেশিনে সাহায্যে রেড জোন এবং অরেঞ্জ জোনগুলিতে অর্থাৎ কোভিড-১৯ প্রভাবিত এবং করোনায় উচ্চ ঝুঁকিসম্পন্ন অঞ্চলে স্যানিটাইজেশনের কাজ চলছে। 

দিল্লির মুখ্যমন্ত্রী এর আগে ঘোষণা করেছিলেন করোনা হটস্পট এলাকাগুলিকে স্যানিটাইজেশনের জন্য ৬০টি মেশিন নিয়ে আসা হয়েছে। যার মধ্যে ১০টি হল জাপানি হাই-টেক মেশিন। আম আদমি পার্টির (এএপি) বিধায়ক রাঘব চড্ডা বলেছেন, হাইটেক জাপানি মেশিনগুলি এদিন রাজিন্দর নগর অঞ্চলকে স্যানিটাইজ করার জন্য ব্যবহৃত হয়েছিল।
প্রসঙ্গত, দিল্লিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১১৫৪। সুস্থ হয়ে উঠেছেন ২৭জন। মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ২৪। মেশিনগুলি অত্যাধুনিক প্রযুক্তির হওয়ায় এগুলি খুবই নমনীয় এবং মেশিনের দৈর্ঘ্য অ্যাডজাস্টেবেল, অর্থাৎ প্রয়োজনে ছোট-বড় করা যায়। আর সেই কারণেই খুব সহজেই সরু গলিতেও পৌঁছে যেতে পারে এই মেশিন। 
Blogger দ্বারা পরিচালিত.