কাল সকাল ১১টায় আমি মুখোশ খুলে দেব, রাজ-রাজ্যপাল সংঘাত তুঙ্গে



Odd বাংলা ডেস্ক: রাজ্যের সাংবিধানিক প্রধান হয়ে তিনি কেন এই দুঃসময়ে সরকারের সমালোচনা করছেন? সেই নিয়ে একটা চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছিলেন মমতা। কিন্তু তাতে রাজ্যপাল ধনখড়ের কোনও পরিবর্তন হয়নি। উল্টে তিনি বিভিন্ন সংবাদমাধ্যমে রাজ্য সরকারের অযোগ্যতার কথা বলতে থাকেন। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার কড়া ভাষায় পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপালকে। ওই চিঠিতে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, সংবিধানের ধর্ম মানছেন না ধনখড়। এমনকি, দুজন সাংবিধানিক পদাধিকারীর মধ্যে আদানপ্রদানে যে শিষ্টতা থাকা দরকার, তার সীমাও রাজ্যপাল লঙ্ঘন করছেন। মুখ্যমন্ত্রীর তরফে রাজ্যপালকে এমন কড়া প্রতিবাদ-পত্র সাম্প্রতিক অতীতে বেনজির।



কিন্তু তারপরেই ধনখড় জবাবে একটি টুইট করেন।  টুইট করে শুধু বলেছেন, “মুখ্যমন্ত্রীর চিঠি পেয়েছি। তবে সেখানে যা বলা হয়েছে তা একেবারেই ভুল এবং সাংবিধানিকভাবেও দুর্বল। আমি কাল সকল ১১ টায় আমার যা বলার, চূড়ান্তভাবে জানাব। রাজ্যের মানুষের আসল ছবিটা দেখা উচিত।” রাজ্যে রেশন ব্যবস্থার ‘অনিয়ম’ থেকে কেন্দ্রের পাঠানো টিমকে ‘অসহযোগিতা’র অভিযোগ তুলে গত কয়েক দিন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনা করে চলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়।
Blogger দ্বারা পরিচালিত.