খ্রীস্টানদের ধর্মীয় স্থান ভ্যাটিকান সিটি শিব লিঙ্গকে নকল করে বানানো হয়েছে
Odd বাংলা ডেস্ক: খুব কড়া হিন্দুত্ববাদীদের প্রোপাগান্ডা নয়, এ কথা ইতিহাসসিদ্ধ যে, হিন্দু সংস্কৃতি বিশ্বের একটি বিপুল অংশে বিস্তৃতি লাভ করেছিল। ‘হিন্দু’ বলতে এক্ষেত্রে প্রাক-ইসলামিক ভারতীয় সংস্কৃতির কথাই বলা হচ্ছে। বৈদিক যুগ থেকে এই সংস্কৃতির সঙ্গে বিশ্বের অন্য সভ্যতার আদান-প্রদান শুরু হয় ভাবলে ভুল হবে। প্রাক-বৈদিক ভারতীয় সংস্কৃতি অর্থাৎ সিন্ধু সভ্যতার কালেও ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিবিড় যোগ তৈরি হয় সমসাময়িক অন্য সভ্যতাগুলির। ফলে, লিঙ্গ-উপাসনা বা অন্যান্য ধর্মীয় আচার থেকে শুরু করে দেব-দেবীরাও ছড়াতে শুরু করেন বিশ্বের অন্যত্র। বহুকাল পরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের দাক্ষিণ্যে এমন কিছু বিষয় সমক্ষে উঠে আসে, যেগুলিতে ‘রহস্যময়’ আখ্যা দেওয়া ছাড়া উপায় থাকে না। এর মধ্যে কয়েকটিকে শূন্যগর্ভ দাবি বলেও মনে হতে পারে। কিন্তু তার পরে খুঁত খুঁত করতে পারে মন। কোথাও একটা খটকা লেগে নেই তো? কিন্তু সেই সঙ্গে এটাও মন হতে পারে, কীভাবে পৌঁছল হিন্দু সংস্কৃতি এই সব জায়গায়? খ্রিস্টধর্মের প্রাণকেন্দ্র ভ্যাটিক্যান সিটির গঠনের সঙ্গে গৌরীপট সম্বলিত শিবলিঙ্গের গঠনের সাদৃশ্যের কথা অনেকেই বলেন। বিষয়টা বিতর্কিত।
Post a Comment