ভারতীয় উপমহাদেশের সবচেয়ে দীর্ঘ নদী? নিশ্চই বলবেন গঙ্গা! তাহলে ভুল জানেন
Odd বাংলা ডেস্ক: গঙ্গা নদীর দৈর্ঘ্য ২,৫২৫ কিলোমিটার। কিন্তু, এই নদীর দৈর্ঘ্য গঙ্গার থেকেও বেশি, ৩১৮০ কিলোমিটার বা ১৯৭০ মাইল। আর এই নদীর নাম সিন্ধু।
তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপন্ন হয়ে ভারতের লাদাখের মধ্যে দিয়ে সিন্ধুনদ প্রবেশ করেছে পাকিস্তানের গিলগিট-বালুচিস্তানে। সেখান দিয়ে তা পঞ্জাব হয়ে করাচি বন্দরের কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। সিন্ধুনদের মোট প্রবাহিত এলাকা গঙ্গার থেকে বেশি। ৪৫০,০০০ বর্গমাইল এলাকার মধ্যে প্রবাহিত হয়েছে সিন্ধুনদ এবং তার শাখা ও উপশাখা নদীগুলি। দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় নদীগুলির মধ্যে অন্যতম এই সিন্ধুনদ।
ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড় নদী হলেও, সিন্ধুনদ কিন্তু, ভারতের নদী নয়। কারণ, এর ৯৩ শতাংশ প্রবাহিত হয়েছে পাকিস্তানে। ৫ শতাংশ ভারতে ও ২ শতাংশ চিনের মধ্যে প্রবাহিত হয়েছে।
Post a Comment