"এসেছি তোমাদের শহরে" কলকাতার লঞ্চঘাট এখন ওদের মুক্তপ্রাঙ্গন



Odd বাংলা ডেস্ক: দীর্ঘ বছরের পর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ইতিউতি দেখা দিচ্ছে ডলফিন। হুগলি নদী সংলগ্ন বিভিন্ন ঘাটে দেখা যাচ্ছে এই স্বচ্ছ জলে থাকা স্তন্যপায়ী জীবটিকে। ডলফিন একটি বিপন্ন প্রাণী। কলকাতায় সুদূর অতীতে দেখা মেলেনি বিপন্ন জলজ এই জীবের। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উৎসাহ তৈরি হয়েছে পরিবেশবিদ এবং চিত্রগ্রাহকদের মধ্যে। পরিবেশবিদরা জানাচ্ছেন সম্প্রতি তিনি একজোড়া ডলফিন দেখেছেন বাবুঘাটে। তাঁর মতে, লকডাউনের ফলে মানুষের আনাগোনা কমে যাওয়ায় হুগলী নদীর জলের দূষণ অনেকটাই কমে গেছে। যার ফলেই ডলফিনদের এই আনাগোনা। কলকাতা থেকে কিছু দূরে অন্য একটি ঘাটেও ডলফিনদের উপস্থিতি লেন্স বন্দি করেছেন এক চিত্রগ্রাহক।
Blogger দ্বারা পরিচালিত.