'মেকআপ করে কাজে বসুন,বাড়িতে থেকে স্বামীকে বিরক্ত করবেন না', লকডাউনে কড়া নির্দেশ সরকারের
Odd বাংলা ডেস্ক: ভারতের মতো করোনা ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে মালয়েশিয়াতেও। তবে এই লকডাউন পরিস্থিতিতে মানুষের জীবন আরও একটু স্মুদ করে তুলতে সরকার কিছু নিয়ম নির্দেশিকা জারি করেছে সেদেশের সরকার।
সেদেশে ১৮ মার্চ থেকে অধিকাংশ জায়গার জারি ছিল লকডাউন। মালয়েশিয়ার মহিলা ও পরিবার কল্যান মন্ত্রকের তরফে ফেসবুকে একটি পোস্টার পোস্ট করা হয়েছে, যেখানে ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে মহিলাদের কিছু বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। হ্যাশট্যাগ #WomenPreventCOVID19 ব্যবহার করে নির্দেশিকায় প্রথমেই বলা হয়েছে লকডাউনকে সফল করে তুলতে বাড়িতে স্বামীদের বিরক্ত করা বন্ধ করুন।
The progress of women in Malaysia just took a fucking leap backwards. https://t.co/sleQYYbkr0— Dr Jason Leong (@DrJasonLeong) March 31, 2020
স্বামী স্ত্রী যেহেতু গৃহবন্দি সেকারণে কোনও বিষয়ে বিবাদ বা ঝগড়া না করে সম্পর্ক যাতে খুব সুমধুর হয়ে ওঠে সেই টিপসই দেওয়া হয়েছে। বাড়িতে কাজ করার ক্ষেত্রে কোনও কথা না শুনিয়ে দিয়ে যাতে কাজ করে ফেলা হয় সেটাও বলা হয়েছে। সেইসঙ্গে বাড়ি থেকে কাজ করার সময় যাতে মেকআপ করে কাজে বসেন সেই নির্দেশিকাও জারি করা হয়েছে।
Post a Comment