এবার ভারতেই তৈরি হবে করোনা টেস্ট কিট, তারপর দৈনিক ১ লক্ষ করোনা টেস্ট হবে দেশে


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস অতিমারীর মধ্যে চিন থেকে আসা করোনা টেস্ট কিটগুলি অত্যন্ত নিম্নমানের বলে তা ইতিমধ্যেই বাতিল করে দেওয়া হয়েছিল। এরপর করোনা টেস্ট কিট নির্মাণের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেন এই বিষয়ে ইতিমধ্যেই আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, যে শীঘ্রই করোনা টেস্টিং কিট প্রস্তুতের কাজ শুরু হবে ভারতে। আর এরপর প্রতিদিন এক লক্ষ মানুষের করোনা টেস্ট করা হবে বলেও জানান তিনি। 

ডঃ হর্ষবর্ধন বায়োটেকনোলজি বিভাগসহ অন্যান্য সংস্থার সঙ্গে কথা বলেই এই বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন যে, 'আমাদের বিজ্ঞানী, জৈবপ্রযুক্তি বিশেষজ্ঞরাও করোনার ওষুধ তৈরির কাজ শুরু করেছেন।' এর বাইরে জেনেটিক সিকোয়েন্সিং নিয়ে পড়াশোনাও শুরু হয়েছে। তিনি বলেছিলেন যে, মে মাসেই ভারতে আরটি-পিসিআর, টেস্টিং  গিয়েছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)-এর অনুমতি পাওয়ার পরেই উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। ৩১ মে নাগাদ দেশে প্রতিদিন এক লক্ষ মানুষের করোনা পরীক্ষা করা হবে।

করোনাভাইরাস সনাক্তকরণের জন্য পরীক্ষা করাটা খুবই প্রয়োজন। বর্তমানে ভারতে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার পরীক্ষা করা হয়। আর এই সংখ্যাটা ধারাবাহিক বাড়ানো হচ্ছে। মঙ্গলবার সকাল অবধি দেশে সাত লক্ষেরও বেশি কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.