করোনা রুখতে লকডাউন গোটা দেশ, ফোনের ওপারে কনে, ভিডিও কলেই নিকাহ করল যুগল
Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা সংক্রমণ ঠেকাতে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এই লকডাউনের মধ্যে সামাজিক দূরত্ব বা সোশ্যাল ডিসটেন্সিং-কে অনেকটাই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। আর এই লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখেই নিকাহ সারল মহারাষ্ট্রের ঔরঙ্গবাদের এক যুগল।
মাত্র ৫-১০ জনের উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে নিকাহ সারেন ওই যুগল। আসলে অনেকদিন আগে থেকেই তাঁদের নিকাহের দিনক্ষণ নির্দিষ্ট করা ছিল। আর সেই কারণেই আর দিন পিছোতে চাননি তাঁরা। এদিকে আবার লকডাউন পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বিষয়টির ওপরেও গুরুত্ব দিতে চেয়েছিলেন তাঁরা। আর সেই কারণেই মোবাইলে ভিডিও কলের মাধ্যমে নিকাহ সেরে নেন ওই যুগল।
#WATCH Maharashtra: 'Nikah' of a couple was performed through video call in Aurangabad yesterday amid lockdown due to #Coronavirus pandemic. pic.twitter.com/jHGTOblrAt— ANI (@ANI) April 4, 2020
সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে বরবেশে বসে আছেন এক যুবক। অন্যদিকে মোবাইলের ওপারে ভিডিও কলে রয়েছেন কনে। এভাবেই নিকাহ সারেন তাঁরা। প্রসঙ্গত, সারা দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে। লকডাউনে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে এমন সিদ্ধান্ত সত্যিই নজিরবিহীন।
Post a Comment