করোনায় লকডাউন: তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে শুরু হয়েছে হাহাকার


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের এই সময়ে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ আর ঘরের বাইরে বের হচ্ছে না। এতে নানা শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিপাকে পড়েছেন তৃতীয় লিঙ্গের মানুষজন। হাট-বাজার, পার্ক থেকে চাঁদা আদায় করেই চলতো তাদের জীবন। করোনার কারণে মানুষ বাইরে বের না হওয়ায় তাদের উপার্জন বন্ধ হয়ে গেছে। সমাজে নানা বঞ্চনার শিকার তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যে এখন শুরু হয়েছে হাহাকার।




এখন বেঁচে থাকার লড়াইয়ে টিকে থাকার বড় প্রশ্ন সবার কাছে। সবাই বলে সেভ (নিরাপদে) থাকবেন, বাসায় থাকবেন, ঘরের বাইরে কোথাও যাবেন না। কোথাও যাওয়ার জায়গা নেই। সমাজে ও রাষ্ট্রের কাছে অবহেলিত মানুষ…। ভাসমান ট্রান্সজেন্ডার, সেক্স ওয়ার্কার (যৌনকর্মী) সুমি, নদী, রুপালী, বিপাশা, মনীষা, কাজল, শান্ত- ওরা কীভাবে পেট চালাবে নিজেদের?  "লকডাউন হওয়ার কারণে কোথাও অবস্থান করার জায়গাও নেই আমাদের" বলে জানাচ্ছেন মামনি নামের এক রূপান্তারকামী।  এখন আমরা ভাসমান হিজড়া, যৌনকর্মীরা কোথায় যাবো, আমাদের না নেবে বাবা-মা আমাদের না নেবে সমাজ ও রাষ্ট্র।
Blogger দ্বারা পরিচালিত.