লকডাউনে বন্ধ গঙ্গায় অস্থি বিসর্জন! শ্মশানের লকারে জমছে শ'য়ে শ'য়ে চিতা ভস্ম


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। কেবলমাত্র জরুরী পরিষেবাগুলি ছাড়া বন্ধ সবকিছু। তবে জন্ম-মৃত্যু এসব তো আর সময় দেখে আসে না। আর দুঃখের বিষয় হল, এই কঠিন পরিস্থিতিতে প্রকৃতির নিয়মেই মারা যাচ্ছেন বহু মানুষ। কিন্তু তাদের শেষকৃত্যের কাজ স্তব্ধ। 

দিল্লির অন্যতম বৃহত্তম শ্মশান নিগমবোধ ঘাটে লকারবন্দি হয়ে পড়ে রয়েছে প্রায় আড়াইশো চিতাভস্ম। শ্মশানঘাট কর্তৃপক্ষ সূত্রে খবর, লকডাউনে কড়াকড়ি করছে সরকার। শেষকৃত্যের কাজ করার সময়ে ৫ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার।

লকারে সাজানো চিতাভস্ম
সাধারণত অস্থিবিসর্জনের কাজ উত্তরপ্রদেশের পবিত্র শহরগুলিতে করা হয়ে থাকে। কিন্তু লকডাউনের কারণে মানুষ সেখানে যেতে পারছেন না। আর সেই কারণেই মৃত ব্যক্তির চিতা ভস্ম কলসে ভরে নাম-ঠিকানা লিখে রাখা রয়েছে শ্মশানঘাটের লকারে। পাশাপাশি নিগমবোধ ঘাট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, শ্মশানের তরফে ছাইভস্মগুলিকে যথাযথ শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।লকডাউন উঠলে মৃতের ছাইভস্ম সংশ্লিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
Blogger দ্বারা পরিচালিত.