লকডাউনে কিলবিল করছে সাপ, শান্ত দিনে সাপের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই শহর


Odd বাংলা ডেস্ক: সারা দেশে লকডাউনের জেরে পথে নেমে পড়েছে বন্য প্রাণীরা। বিদেশের পাশাপাশি আমাদের দেশেও রাস্তাঘাটে পশু-প্রাণীরা রাস্তায় বেরিয়ে পড়ার ছবি বারবার প্রকাশ্যে এসেছে। তবে লকডাউনের মধ্যে গুজরাটের দাহোদ হয়ে উঠেছে সাপদের স্বর্গরাজ্য। মাত্র ২৪ ঘণ্টায় সেখান থেকে উদ্ধার করা হয়েছে ২৫টি সাপ! তা দেখে কার্যত হতবাক বনকর্মীরাও। 

সূত্রের খবর, গত ৮ এবং ৯ এপ্রিল সেখান থেকে উদ্ধার করা হয়েছে ১৬টি শঙ্খচূড়। বনদফতরের আধিকারিকরা মনে করছেন, সাপেরা আসলে লকডাউনে সম্পূর্ণ সুবিধা ভোগ করছে। প্রসঙ্গত, দাহোদে গ্রীষ্মকালে সাপের উৎপাত প্রবলভাবে বেড়ে যায়। কিন্তু এই সংখ্যাটা নিঃসন্দেহে নজিরবিহীন। দাহোদের এক বন্যপ্রাণ কর্মী প্রতীক জৈন-এর কথায় বর্ষাকালেও সেখানে এমন বিপুল পরিমাণ সাপ দেখা যায় না। 

প্রতীকবাবুর কথায়, সাপেরা কম্পন এবং ঘ্রাণশক্তির ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল। তারা হয়তো খেয়াল করেছে যে, তাদের চারপাশের অযাচিত যাতায়াত আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর সেই কারণে লোকালয়ে বেরিয়ে এসেছে তারা। 
Blogger দ্বারা পরিচালিত.