ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, কম্পাঙ্ক ৬.৯



Odd বাংলা ডেস্ক: বাকি বিশ্বের মতো করানোর তাণ্ডব সামাল দিতে হিমশিম খাচ্ছে জাপান। তার মধ্যেই শনিবার জোরদার এক ভূমিকম্প নাড়িয়ে দিয়ে গেল এশিয়ার এই দেশটিকে। জাপানের আবহাওয়া দফতর, জেএমএ জানিয়েছে, শনিবারের ভূমিকম্প যথেষ্টই শক্তিশালী ছিল। রিখটার স্কেলে ৬.৯ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে। তবে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। সংবাদ সংস্থা সিজিটিএন সূত্রে খবর, জাপানের ওগাসাওয়ারা দ্বীপের পশ্চিম উপকূলে আঘাত হানে ভূমিকম্পটি। তবে, সিজিটিএনের দাবি, প্রথমে ৬.৯ কম্পাঙ্কেক কথা বলা হলেও, পরে ৬ কম্পাঙ্কের কথা জানানো হয়।
Blogger দ্বারা পরিচালিত.