করোনা মোকাবিলায় বিশ্বনেতারা একজোট, কেবল সঙ্গে নেই ট্রাম্প



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার ওষুধ, পরীক্ষা ও টিকার উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গৃহীত উদ্যোগে একাত্মতা প্রকাশ করেছেন বিশ্বনেতারা। শুক্রবার এই ভিডিও কনফারেন্সে বিশ্বনেতারা একাত্মতা প্রকাশ করলেও এর থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডরস আধানম বলেছন, ‘বিশ্বের এই সরঞ্জামগুলো প্রয়োজন এবং দ্রুত প্রয়োজন। আমরা সবাই একই হুমকির মুখোমুখি, যা আমরা কেবল একটি অভিন্ন প্রক্রিয়ায় মোকাবিলা করতে পারব।’ ভিডিও কনফারেন্সে অংশগ্রহণকারীদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়ের ম্যাঁক্রন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসাল ভনও ছিলেন। করোনার টিকা যেন সবাই সমানভাবে পায় তা নিশ্চিতের আহ্বান জানিয়ে আধানম বলেন, ‘অভিজ্ঞতায় আমরা জেনেছি, সরঞ্জাম যখন পর্যাপ্ত থাকে তখনও সবাই তা সমভাবে পায় না। আমরা তা হতে দিতে পারি না।’ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসাল ভন জানান, করোনা প্রতিরোধ, এর পরীক্ষা ও চিকিৎসার জন্য মে মাসের প্রথম দিকে বৈশ্বিকভাবে ৮১০ কোটি মার্কিন ডলারের তহবিল গঠনের প্রতিশ্রুতি নিশ্চিতের চেষ্টা করা হবে। তিনি বলেন, ‘এটা কেবল প্রথম পদক্ষেপ, তবে ভবিষ্যতে আরো বেশি প্রয়োজন হবে।’ ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রন বলেছেন, ‘আমরা এখন জি সেভেন ও জি-২০ এর সব দেশগুলোকে এই উদ্যোগের পেছনে সক্রিয় করা শুরু করব।’ আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান রামাফোসা সতর্ক করে বলেছেন, আফ্রিকা অঞ্চলের স্বাস্থ্যসেবার মান ভালো না। এই অঞ্চল ‘ভাইরাসের সংক্রমণের কাছে একেবারে অরক্ষিত এবং এর সহযোগিতা প্রয়োজন।’ ভিডিও কনফারেন্সে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ল্যাটিন আমেরিকার দেশগুলোর নেতারা অংশ নিয়েছেন। তবে যোগ দেয়নি একমাত্র যুক্তরাষ্ট্র। জেনেভায় মার্কিন মিশন জানিয়েছে, যুক্তরাষ্ট্র এতে অংশ নেবে না।
Blogger দ্বারা পরিচালিত.