৪৩,৫৭৪ কোটি টাকায় রিলায়েন্সের ৯.৯৯% শেয়ার কিনল ফেসবুক, কিন্তু কেন, জানালেন জুকেরবার্গ
Odd বাংলা ডেস্ক: প্রায় ৫.৭ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৯.৯৯% শেয়ার কিনে নিতে চলেছে মার্কিন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক। বুধবার ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্গ জানিয়েছেন, সারা বিশ্বজুড়ে গ্রাহক সংখ্যা বাড়াতে এবং ভারতে ব্যবসা বৃদ্ধির লক্ষ্যেই জিও-র সঙ্গে যুক্ত হল ফেসবুক।
কেন রিলায়েন্সের সঙ্গে জোট বাঁধল ফেসবুক, তা খোলসা করলেন মার্ক। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, 'এই মুহূর্তে বিশ্বে অনেক কিছুই চলছে, তবে আমি ভারতে আমাদের কাজের বিষয়ে একটি আপডেট ভাগ করে নিতে চাই। ফেসবুক জিও প্ল্যাটফর্মগুলির সাথে জোট বেঁধেছে - আমরা একটি আর্থিক বিনিয়োগ করছি, এবং এর চেয়েও বড় বড় প্রকল্পগুলিতে আমরা একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছি, যার ফলে সারা ভারত জুড়ে ব্যবসায়ের সুযোগ উন্মুক্ত করবে।'
মার্ক আরও বলেন, ভারত হল ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বৃহত্তম গোষ্ঠী এবং অসংখ্য প্রতিভাবান উদ্যোক্তাদের আবাসস্থল। দেশটি একটি বৃহৎ ডিজিটাল রূপান্তরের মাঝামাঝি অবস্থান করেছে এবং জিও-র মতো সংস্থাগুলি কয়েক লক্ষ ভারতীয়দের এবং ছোট ব্যবসাগুলিকে অনলাইনে পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে।
সেইসঙ্গে তিনি আরও লেখেন, 'এটি এখন বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ছোট ব্যবসায়গুলি প্রতিটি অর্থনীতির মূল এবং তাদের আমাদের সমর্থন প্রয়োজন। ভারতে ৬০ মিলিয়নেরও বেশি ছোট ব্যবসা রয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ তাদের কাজের উপর নির্ভরশীল। বিশ্বজুড়ে লকডাউন পরিস্থিতিতে এই উদ্যোক্তাদের অনেকেরই ডিজিটাল সরঞ্জাম প্রয়োজন, যা তাদের গ্রাহকদের সন্ধান দেবে এবং তাদের সঙ্গে যোগাযোগের করতে সাহায্য করবে এবং তাদের ব্যবসা বাড়ানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এটি এমন একটি বিষয় যা আমরা সাহায্য করতে পারি - এবং সেজন্য আমরা ভারতের মানুষ এবং ভারতের ব্যবসায়কে নতুন সুযোগ তৈরি করতে সাহায্য করার চেষ্টা করছি আর সেজন্যই জিও-র সাথে অংশীদারি করছি। তাদের অংশীদারিত্বের জন্য আমি মুকেশ আম্বানিকে এবং পুরো জিও টিম-কে ধন্যবাদ জানাতে চাই। আমরা শুরুর অপেক্ষায় রয়েছি।'
Post a Comment