'আমার করোনা হয়েছ',বলেই ক্ষমা চাইলেন রামগোপাল ভর্মা, তাঁকে ঘিরে নিন্দার ঝড়!


Odd বাংলা ডেস্ক: প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা রাম গোপাল ভর্মার একটি টুইটে অবাক করে দয় সকলকে। ১ এপ্রিল একটি টুইট করে তিনি লেখেন, 'আমার চিকিৎসক আমাকে বললেন আমার করোনা পজিটিভ'। টুইটের পর চমকে ওঠেন সকলে। তাঁর টুইটে সুস্থতা কামনা করে কমেন্ট করতে শুরু করেন বহু মানুষ। 
কিন্তু সকলকে আরও একবার অবাক করে দিয়ে তিনি ফের টুইট করে লেখেন, 'হতাশার জন্য দুঃখিত, কিন্তু ডাক্তার আমাকে বললেন এপ্রিল ফুল জোক, এটা তাঁর ভুল আমার নয়।'
তাঁর এই টুইটের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয় ট্রোলিং। করোনাভাইরাস নিয়ে সারা বিশ্বে যখন এক সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সময়ে এমন ঠাট্টা করার জন্য তাঁকে যথেষ্ট কথাও শুনিয়েছেন নেটিজেনরা! তবে সমালোচনার মপখে পড়ে অবশ্য ক্ষমাও চেয়ে নেন রামু। আরও একটি টুইট করে তিনি লেখেন, 'এই ভয়ানক পরিস্থিতিকে একটু হালকা করার জন্য আমি নিজেকে নিয়েই এই জোক করেছি এবং এর জন্য যদি কাউকে আঘাত করে থাকি তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী।'
তবে যতই হোক, এই কঠিন পরিস্থিতিতে নেটিজেনরা যে তার এই ধরনের মস্করা ভালোভাবে নেননি, তা কমেন্ট করেই বুঝিয়ে দিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.