বালিগঞ্জে বন্ধ শপিং মলে আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন
Odd বাংলা ডেস্ক: লকডাউনের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল খাস কলকাতার বুকে। সকাল সাড়ে আটটা নাগাদ ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। শপিং মলের ভেতরে রয়েছে একটি সিনেমা হল। সেখানেই আগুন লাগে বলে খবর।
এরপর আগুন নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১০টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছোন স্থানীয় কাউন্সিলরও। নিয়ে আসে হয় হাইড্রলিক ল্যাডারও। বেশ খানিকক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলবাহিনী।
তবে ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। স্বস্তির খবর, এই ঘটনায় কোনও হতাহতের খবরও নেই। দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, ঘটনাস্থলে ফরেনসিক দলও পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
Post a Comment