করোনা আক্রান্তদের সংখ্যা নিয়েও খেলা হচ্ছে জুয়া, ধরা হচ্ছে বাজি



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সারাবিশ্বের যখন নাভিশ্বাস অবস্থা তখন এই করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে জুয়া খেলা চলছে অবৈধ জুয়ার ওয়েবসাইটগুলোতে। সিঙ্গাপুরের সংবাদমাধ্যম নিউ পেপার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি জানিয়েছে, জুয়ার ওয়েবসাইটগুলোতে করোনায় আক্রান্তদের সংখ্যা নিয়ে একাধিক বিকল্প দেওয়া থাকে। এর মধ্যে একটি হচ্ছে আগের দিনের তুলনায় করোনায় আক্রান্তের সংখ্যা বাড়বে কিনা। এ ধরনের অন্তত পাঁচটি ওয়েবসাইট খুঁজে পাওয়া গেছে।। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের জুয়াড়িদের কাছে করোনা আক্রান্তদের সংখ্যা নিয়ে বাজি ধরার প্রস্তাব দিচ্ছে সাইটগুলো। মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. মুনিদাসা উইনস্লো বলেন, ‘এমনকি এরা মানুষের জীবন নিয়েও জুয়া খেলে, কেউ যদি বাজি ধরতে রাজী হয় তাহলে তারা তা-ই করবে। প্রতিদিনের কোভিড-১৯ আক্রান্তদের সংখ্যার ওপর বাজি ধরা কুৎসিত বিষয়। তবে তাদের দাবি অনুযায়ী, জুয়ারির কাছে এটি স্রেফ খেলার দক্ষতার দেখানোর একটি পথ।’ সিঙ্গাপুর পুলিশের এক মুখপাত্র বলেছেন, ‘কোভিড-১৯ এ প্রতিদিন আক্রান্তের সংখ্যা নিয়ে বাজি ধরার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
Blogger দ্বারা পরিচালিত.