লকডাউনে কমেছে দূষণ, পানযোগ্য হয়ে উঠেছে হরিদ্বারের গঙ্গার জল!


Odd বাংলা ডেস্ক: করেনা ভাইরাসের দাপটে সারা দেশে এখন জারি রয়েছে লকডাউন। মানুষ এখন ঘরবন্দি। করোনা প্রতিরোধে এখন সামাজিক দূরত্বই একমাত্র সমাধান। আর্থিক বৃদ্ধির হার যখন নিম্নগামী, একইভাবে কমছে দূষণ। কল-কারখানা বন্ধ, বন্ধ মেশিনপত্র যার ফলে দূষিত বর্জ্য আর গঙ্গার জলে মিশছে না। যার ফলে কার্যত পানযোগ্য হয়ে উঠেছে গঙ্গার জল। করোনা যখন সারা বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে, একে একে কেড়ে নিচ্ছে প্রাণ, সেই মুহূর্তে প্রকৃতির স্বাভাবিক অবস্থা যেন আবার ফিরে আসছে। তবে তার মধ্যে একমাত্র সুখবর হয়তো এটাই যে, পানযোগ্য হয়ে উঠেছে হরিদ্বার এবং ঋষিকেশ-এর গঙ্গার জল।

একাধিক অধ্যাপক এবং গবেষকদের মতে, লকডাউন পিরিয়ডে গঙ্গার জলে তাঁরা এক অসাধারণ পরিবর্তন লক্ষ্য করছেন। গঙ্গা সভা জেনারেলের সেক্রেটারি তন্ময় বাবু জানান, আগে কখনও গঙ্গার জল এমন পরিষ্কার দেখা যায়নি। হরিদ্বার এবং ঋষিকেশ এ পর্যটক সমাগম কম হওয়ায় এমন অভূতপূর্ব ঘটনা ঘটেছে। কাঁচের মতো স্বচ্ছ হয়ে উঠেছে গঙ্গার জল।

বিষয়টি স্বভাবতই অবাক করে তুলেছে পরিবেশবিদদেরও। একাধিক খারাপের মধ্যে পড়ে পাওয়া ভালটা হয়তো এটাই। তবে তাও সকলের আশা সুস্থ হয়ে উঠুক পৃথিবীর অসুখ। আবার আগের মতো হয়ে যাক সবকিছু। 
Blogger দ্বারা পরিচালিত.