করোনা আতঙ্কেই নতুন রোগ 'গ্যাস্ট্রিক করোনা ভাইরাস'! কতটা মারাত্মক এটি, জানুন এর লক্ষণ


Odd বাংলা ডেস্ক: 'একে রামে রক্ষে নেই, তায় সুগ্রীব দোসর', না একটু ভুল বললাম, বলা ভাল একে কোভিড-১৯, তায় গ্যাস্ট্রিক করোনাভাইরাস দোসর! এই মুহূর্তে সারা বিশ্বে ত্রাস সৃষ্টি করেছে করোনাভাইরাস আর তার মধ্যেই প্রাদুর্ভাব বাড়ছে এই গ্যাস্ট্রিক করোনাভাইরাসের। 

সাধারণভাবে সকলেই জানেন যে, করোনাভাইরাসের লক্ষণ হল জ্বর, সর্দি-কাশি, শ্বাসপ্রশ্বাসে অসুবিধা ইত্যাদি। তবে গ্যাস্ট্রো বা গ্যাস্ট্রিক করোনাভাইরাস আদতে করোনাভাইরাসেরই একটা সংস্করণ। গ্যাস্ট্রো শব্দটি শুনেই আশা করি বুঝতে পারছেন এর সঙ্গে পেটের যোগসূত্র রয়েছে। আদতে এই সংক্রমণ এখনও ততটা ছড়িয়ে পড়েনি তাই এর সঙ্গে মানুষ ততটাও পরিচিত নয়। 

গ্যাস্ট্রিক করোনভাইরাস কি?
কোনও ব্যক্তির শ্বাসযন্ত্রকে আক্রমণ করার পরিবর্তে এই ভাইরাস প্রথম আক্রমণ করে পাকস্থলীকে। 

গ্যাস্ট্রিক করোনভাইরাস লক্ষণগুলি কী কী?
এক্ষেত্রে যদি কোনও ব্যক্তিপেটে ব্যথা অনুভব করেন বা ডায়রিয়ায় আক্রান্ত হন তবে এটি কোভিড -১৯ এর প্রাথমিক লক্ষণ হতে পারে। আর পেটে যন্ত্রণা মানে সাংঘাতিক যন্ত্রণা অনুভূত হতে পারে। বা পেটে ক্র্যাম্পও অনুভব হতে পারে। তবে লক্ষণগুলি অন্যান্য অনেক পেটের সমস্যার লক্ষণও হতে পারে এরজন্য আপনি নিবিড়ভাবে নিজেকে নিরীক্ষণ করুন। বেগতিক বুঝলে ডাক্তারের পরামর্শ নিন।
Blogger দ্বারা পরিচালিত.