১৭০টি করোনা হটস্পট তালিকা এক ঝলকে, রয়েছে কলকাতা-সহ বাংলার আরও ৩ জেলা!


Odd বাংলা ডেস্ক: সারা দেশজুড়ে ১৭০টি জেলাকে করোনা হটস্পট হিসাবে চিহ্নিত করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি আরও ২০৭টি জেলা ভবিষ্যতে এই প্রাণঘাতী ভাইরাসের হটস্পট হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে মন্ত্রক। তবে আপাতত সেগুলিকে নন-হটস্পট তালিকাতেই রাখা হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও জানানো হয়েছে যে, এখনও দেশে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি। 

এক ঝলকে হটস্পট জেলার তালিকা সঙ্গে বড়সড় প্রকোপ:

  • দিল্লি: দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, শাহদারা, পশ্চিম, উত্তর, মধ্য, নয়াদিল্লি, পূর্ব এবং দক্ষিণ-পশ্চিম
  • অন্ধ্রপ্রদেশ: কুর্নুল, গুন্টুর, স্প্রেসার নেলোর, প্রকাশম, কৃষ্ণা, ওয়াই. এস. আর, পশ্চিম গোদাবরী, চিত্তুর, বিশাখাপত্তনম, পূর্ব গোদাবরী ও অনন্তপুর
  • মহারাষ্ট্র: মুম্বই, পুণে, থানে, নাগপুর, সাঙ্গলি, আহমেদনগর, যবত্মাল, আওরঙ্গবাদ, বুলধানা, মুম্বই শহরতলী, নাসিক।
  • চণ্ডীগড়
  • গুজরাট: আহমাদবাদ, সুরাট, ভাওয়ানগর, রাজকোট, ভাদোদরা।
  • কর্ণাটক: বেলাগাভি, মাইসুরু, বেঙ্গালুরু শহরতলি
  • কেরালা: কসরগোদ, এরনাকুলাম, পাঠানমথিত্ত, তিরুবনন্তপুরম
  • মধ্যপ্রদেশ: ইন্দোর, ভোপাল, উজ্জয়েন
  • পাঞ্জাব: জলন্ধর, পাঠানকোট
  • পশ্চিমবঙ্গ: কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর  
  • রাজস্থান: জয়পুর, টঙ্ক, যোধপুর, বাঁশওয়ারা, কোটা, ঝুনঝুনু, জয়সালমির, ভিলওয়ারা, বিকনের, ঝালাওয়ার, ভরতপুর
  • তামিলনাড়ু: চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটোর, তিরুনেলভেলি, এরোড, ভেলোর, দিনদীগুল, বিল্লুপুরম, তিরুপুর, থেনি, নামাক্কাল, চেঙ্গালপট্টু, মাদুরাই, তুতিকোরিন, করুর, বিরুধুনগর, কন্যাকুমারী, কুদ্দুরতুর, নাগালুর।
  • উত্তরপ্রদেশ: আগ্রা, গৌতম বুদ্ধ নগর, মীরাট, লখনউ, গাজিয়াবাদ, সাহারানপুর, শমলি, ফিরোজবাদ, মোরাদাবাদ।

সৌজন্যে: স্বাস্থ্য মন্ত্রনালয়
Blogger দ্বারা পরিচালিত.