লকডাউন আরও শিথিল, শর্তসাপেক্ষে দোকানপাট খোলার নির্দেশ কেন্দ্রের, বন্ধ শপিং মল


Odd বাংলা ডেস্ক: টানা একমাস ধরে চলতে থাকা লকডাউনের পর এবার এক স্বস্তির পদক্ষেপ নিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে যে, শনিবার থেকে শর্তসাপেক্ষে খুলছে দেশের একাধিক দোকান, তবে সংক্রামিত এলাকায় খুলবে না দোকানপাট। শপিং মল আগের মতোই বন্ধ থাকবে। শপস অ্যান্ড এস্টাব্লিশমেন্ট আইনের আওতায় দোকান খোলা হবে। আবাসনের মধ্যে থাকা দোকানও খুলবে। তবে ৫০% কর্মচারী নিয়ে খুলবে দোকান। দোকানে মাস্ক পরা ও সামাজিক দূরত্বব বিধি মেনে চলা বাধ্যতামূলক। 
সারা দেশজুড়ে চলতে থাকা লকডাউনের জেরে অত্যাবশকীয় পণ্য ছাড়া সবরকমের দোকানপাট এতদিন বন্ধ ছিল, যার ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছিল দেশের অর্থনীতি। আর এই পরিস্থিতিতে কেন্দ্র পুরসভার আওতায় থাকা সমস্ত জনবসতি, পাড়া, মহল্লা, আবাসনের দোকান, এবং স্ট্যান্ড অ্যালোন দোকানগুলিও খোলা থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে হটস্পট এলাকাগুলিতে দোকান খোলা হবে না। দোকানের মধ্যে এবং কেনা-বেচার ক্ষেত্রেও সামাজিক দূরত্ব ব্যবস্থা অবশ্যই মেনে চলতে হবে। 
Blogger দ্বারা পরিচালিত.