লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ, ঘরে মাস্ক তৈরি করে পরার নির্দেশ কেন্দ্রের


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এতদিন পর্যন্ত বলা হচ্ছিল সুস্থ ব্যক্তির মাস্ক পরার কোনও প্রয়োজন নেই। তবে এবার সরকারের তরফে সুপারিশ করা হল যে, যখনই কোনও প্রয়োজনে বাড়ি থেকে বেরোবেন তখনই মাস্ক পরে মুক ঢেকে রাখতে হবে। আর এর জন্য বাড়িতেই মাস্ক বানিয়ে ব্যবহার করার পরামর্শ দিল সরকার। 

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ৩০০০ ছুঁই ছুঁই। পাশাপাশি ৬৮ জন করোনাভাইরাসে মারা গিয়েছেন। ভারতের মতো ঘনবসতিপূর্ণ দেশে সকল মানুষেরই ফেস মাস্ক ব্যবহার করা উচিত বলে মনে করছে সরকার। তাই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে, যেসব মানুষ কোনও চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছেন না বা যাঁদের কোনও শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে না, তাঁরা হাতে তৈরি পুনঃব্যবহারযোগ্য মাস্ক ব্যবহার করুন, বিশেষত যখন বাইরে বেরোচ্ছেন। এটি একটি গোটা সম্প্রদায়কে রক্ষা করতে সাহায্য করবে। 

স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, যাঁরা স্বাস্থ্যকর্মী, অর্থাৎ যাঁরা কোভিড-১৯ রোগীদের সেবা করে চলেছেন, তাঁরা কিন্তু কখনওই হাতে তৈরি মাস্ক ব্যবহার করবেন না। তাঁদের অবশ্যই প্রোটেকটিভ গিয়ার পরাটা বাধ্যতামুলক। আর বাকি সাধারণ মানুষের জন্য বাড়িতে থাকা কোনও পরিষ্কার কাপড় দিয়ে মাস্ক তৈরি করে নেওয়ার পরামর্শ দিচ্ছে সরকার।
Blogger দ্বারা পরিচালিত.