করোনার মধ্যেই স্বাস্থ্যকর্মীদের ওপর পাথর ছুঁড়ে হামলা, আহত ২ ডাক্তার, দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: একেই করোনার থাবার জর্জরিত দেশ, তার মধ্যই মধ্যপ্রদেশে ঘটে গেল এক দুর্ঘটনা। ইন্দৌরে ক্ষিপ্ত জনতার রোষের মুখে পড়লেন স্বাস্থ্যকর্মীরা। করোনা আক্রান্তের সংস্পর্শে আসা এক ব্যক্তিকে সনাক্ত করতে ইন্দৌরের তাত পাত্তি এলাকায় যান স্বাস্থ্যকর্মীরাযান। করোনা আতঙ্ক থেকেই স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা করে ক্ষিপ্ত জনতা। আহত হন এক মহিলা স্বাস্থ্যকর্মীও।  

স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার এই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের খবর, করোনা আক্রান্তের সংস্পর্শে আসা মানুষের থার্মাল স্ক্রিনিং করতে গেলে, তাদের ওপর পাথর বর্ষণ করা হয়। পাথরের আঘাতে আহত হয়েছেন ২জন চিকিত্‍সক। 


প্রসঙ্গত, তাত পাত্তি বাখাল এলাকায় করোনা সন্দেহে ৫৪টি পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই এলাকায় ২জনের করোনা ধরা পড়েছে। তবে করোনা মোকাবিলায় সামনের সারিতে দাঁড়িয়ে যাঁরা কাজ করছেন তাদের মধ্যে চিকিত্‍সক এবং পুলিশের ভুমিকা অনস্বীকার্য। এইভাবে তাদের ওপরেই হামলার ঘটনাকে নিন্দনীয় বলেছেন সমাজের একাংশ। 
Blogger দ্বারা পরিচালিত.