৪ মাসের বৃষ্টি কয়েক ঘন্টায়, বানভাসি স্পেন
Odd বাংলা ডেস্ক: করোনায় এমনিতেই যা-তা অবস্থা স্পেনের। করোনায় মৃত্যুমিছিলে ইতালির পিছু নিয়েছে স্পেন। ১১ হাজারেরও বেশি মানুষ এ পর্যন্ত মারা গিয়েছেন। আক্রান্ত ১ লক্ষ ১৭ হাজারেরও বেশি। এই বিপর্যয়ের মধ্যেই সরকারের দুশ্চিন্তা বাড়াল পূর্বে স্পেনে বন্যাপরিস্থিতি।
সেখানকার সরকারি একটি সূত্র জানাচ্ছে, চার মাসের জমা-বৃষ্টি হয়েছে মাত্র ২৪ ঘণ্টায়। এমত অবস্থায় যা হওয়ার, তাই হয়েছে। যত আধুনিক শহরই হোক, এমন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন। ফলে, বানভাসি পূর্ব স্পেনের একাধিক শহর। সংবাদ সংস্থা সূত্রে খবর, স্পেনের ভ্যালেন্সিয়ার উপকূলীয় অংশে মুষলবর্ষণে (৩১ মার্চ থেকে ১ এপ্রিল) বানভাসি একাধিক এলাকা।
Post a Comment