কালজয়ী ধারাবাহিক 'রামায়ণ'-এ কীভাবে রামের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন অরুণ গোভিল


ইন্দ্রাণী মুখোপাধ্যায়, Odd বাংলা- আশির দশকের কালজয়ী পৌরাণিক ধারাবাহিক 'রামায়ণ'-এ রামের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত অরুণ গোভিল। তিনি নিজেও বহুবার স্বীকার করেছেন যে, এই চরিত্র যেমন তাঁকে অনেক দিয়েছে, তেমনই তাঁর থেকে কেড়েও নিয়েছে অনেককিছু। কিন্তু কালজয়ী এই ধারাবাহিকে রামের চরিত্রে অভিনয়ে এলেন কীভাবে?

সম্প্রতি জন্মপ্রিয় একটি রিয়েলিটি শো-এ অতিথি হয়ে এসেছিলেন রাম-সীতা এবং লক্ষণ অর্থাৎ অরুণ গোভিল, দীপিকা চিখালিয়া এবং সুনীল লহরি। সেখানে এসেই অরুণ গোভিল শোনান তাঁর রাম হয়ে ওঠার কাহিনি। কাহিনি একদিকে যেমন অদ্ভুত, তেমনই বিস্ময়কর। 

অরুণ গোভিল একদিন খবর পান যে, রামানন্দ সাগর 'রামায়ণ' তৈরি করতে চলেছেন। তখন তাঁর মনে হয়েছিল যে, তাঁর রামের চরিত্রে অভিনয় করা উচিত। তারপর সোজা রামানন্দ সাগরের কাছে গিয়ে তিনি জানান যে, তিনি রামায়ণে রামের চরিত্রে অভিনয় করতে চান। তখন রামানন্দ সাগর ভীষণ অবাক হয়েছিলেন। তিনি বলেন 'আচ্ছা সে দেখা যাবে, সময় এলে খবর দেওয়া হবে।' এরপর পরপর ৩বার অরুণ গোভিলের অডিশন নেন তিনি, এবং তাঁকে বাতিল করে দেন। 

এরপর রামানন্দ সাগরের ছেলে আনন্দ সাগর তাঁকে বলেন যে ভরত কিংবা লক্ষণের চরিত্রে অভিনয় করতে, কারণ ওই চরিত্রগুলিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। একথা শুনে অরুণ গোভিল বলেন, তিনি করলে রামের চরিত্রেই অভিনয় করবেন। তিনি যদি তাতে যোগ্য না হন, তাহলে কোনও অসুবিধা নেই, এমনটাও জানিয়েছিলেন তিনি। এর মাঝে কেটে গেল বেশ কিছু সময়। তারপর একদিন হঠাৎ রামানন্দ সাগর তাঁকে ফোন করে তাঁর অফিসে আসতে বলেন। যাওয়ার পর তিনি অরুণ গোভিলকে বলেন, সিলেকশন বোর্ড তাঁর থেকে ভাল 'রাম' হিসাবে কাউকে খুঁজে পাননি। এরপর খানিকটা অবাক হন অরুণ গোভিল। তাঁর কথায় জীবনে সব সময় তো মানুষের ইচ্ছার ওপর সব কিছু নির্ভর করে না, আর যখন ঈশ্বরের ইচ্ছা কাজ করে তখন আর কোনওকিছুই কাজ করে না। 


এরপর শুরু হল বিভিন্নরকমের লুক টেস্ট। কখনও মেকআপ সমেত, কখনও আবার মেকআপ ছাড়া। কিন্তু কোনওভাবেই তাঁর মধ্যে ভগবান ফুটে উঠছিল না। মনে হচ্ছিল যেন সাধারণ মানুষই ঈশ্বরসুলভ সংলাপ পেশ করছে। এরপর অরুণ গোভিল তাঁর হাসি দিয়েই বাজিমাত করেছিলেন। কীভাবে, ঈশ্বর যখন আনন্দিত হন, আবার দুঃখিত হন, বা রেগে যান তার হাসির ধরণও বদলাতে থাকে। এই হাসি দিয়েই বাজিমাত করেছিলেন অরুণ গোভিল।
Blogger দ্বারা পরিচালিত.