করোনা আবহে বিকিনি নয়, পরুন 'ট্রিকিনি', উপায় বাতলে দিলেন কাজল
Odd বাংলা ডেস্ক: সুনীল সাগরে বিকিনি পরিহিত লাস্যময়ী নায়িকার সমুদ্রস্নান বড় পর্দায় আপনারা বহুবার দেখেছেন, কিন্তু ট্রিকিনি পরা নায়িকা কি কখনওই দেখেছেন?এমননিতে বিকিনি, মোনোকিনি স্যুইম স্যুট-এর বিভিন্ন ধরণ। আর এবার অভিনেত্রী কাজল নিজের পার্সোনালাইজড স্যুইম স্যুট ট্রিকিনির কনসেপ্ট শেয়ার করলেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।
কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শেয়ার করেছেন টু-পিস বিকিনি এবং একটি ফেস মাস্কের ছবি। ২০২০ সালে দাঁড়িয়ে বিকিনির সঙ্গে নয়া সংযোজন হল একটি ফেস মাস্ক।
খুব স্বাভাবিকভাবেই যে হারে করোনার সংক্রমণ বাড়ছে সারা দেশজুড়ে তাতে করে করোনা বিদায় নিলেও মুখে মাস্ক পরা জারি থাকবে। অন্তত কাজলের এই পোস্ট দেখে তো সেটাই মনে হচ্ছে।
Post a Comment