মাস্কই ভবিষ্যতের সঙ্গী, যত্রতত্র থুতু ফেলা নয়- করোনা আবহে মন কি বাতে বার্তা প্রধানমন্ত্রীর


Odd বাংলা ডেস্ক: একদিকে দেশজুড়ে করোনা আবহ, তার ওপর আজ অক্ষয় তৃতীয়া-এমনই একদিনে মন কি বাত-এ এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউন ঘোষণার দিন থেকে লকডাউনের মধ্যেও বেশ কয়েকবার জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। 

আজকের মন কি বাত-এ এসে শুভ অক্ষয় তৃতীয়ার পৌরাণিক কাহিনি নিয়ে একাধিক বিষয়ে বক্তব্য রেখেছেন নমো। তিনি বলেন এই মহামারি পরিস্থিতিতে সকল মানুষের মিলিত মনোভাব এই পরিস্থিতিতে একটি শক্তি জুগিয়েছে। তিনি বলেন, কৃষকরা মহামারির মধ্যে ক্ষেতে ফসল ফলাচ্ছেন, কেউ বাড়িভাড়া মাফ করছেন, কেই কেউ পুরো টাকা পিএম ফান্ডে দিচ্ছেন ,কেউ আবার মাস্ক বানাচ্ছেন। 

তিনি আরও বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য সরকার যে তহবিল তৈরি করেছেতাতে ১.২৫ কোটি মানুষ সাহায্য করেছেন৷ সারা দেশে স্থানীয় স্তরেও সাহায্য করছেন৷ এই লড়াই দেশকে নতুন শিক্ষা দিয়েছে৷ ভারত যেভাবে সংকল্প দেখিয়েছে তাতে সমস্ত কিছু নতুনের দিকে এগোচ্ছে।

তিনি আরও বলেন, ভারতের আয়ুর্বেদ ও যোগ রোগের সংক্রমণ রুখতে ক্ষেত্রে সারা পৃথিবী মান্যতা দিয়েছে৷ ভারতীয়রাও যদি তা মেনে চলেন তাহলে তাদেরও ভাল হবে৷ তিনি আরও যোগ করেন যে, রোগের হাত থেকে নিজেকে ও অন্যকে বাঁচাতে মাস্ক অত্যাবশকীয় হয়ে উঠছে৷ তবে শুধু মাস্ক নয় আসল লক্ষ্য হল মুখ ঢেকে রাখা। মাস্ক পরা মানেই ওই ব্যক্তি অসুস্থ নন। মাস্ক নিয়ে মানুষের মনের ধারণা বদলাতে হবে। সেইসঙ্গে যত্রতত্র থুতু ফেলার মতো বিষয়, সকলের জানা থাকলেও তার সমাধান হচ্ছিল না৷ কিন্তু সময় এসেছে এই থুতু ফেলার অভ্যাস ছেড়ে দেওয়া। 
Blogger দ্বারা পরিচালিত.