কৌতুক: হাইকোর্টের উকিল


সংগৃহীত: মধ্য রাতে শহর থেকে অনেক দূরে হাইকোর্টের এক উকিলের গাড়ি বিগড়ে গেল I অনেক খোজাখুজির পর একটা Farm House -র সাইন বোর্ড চোখে পড়ায় একটু আশার আলো দেখতে পেলেন I তিনি সেই Farm House -র দিকে গেলেন একটু সাহায্যের প্রত্যাশায় I
সেখানে গিয়ে ডাকাডাকি করতেই এক সুন্দরী মহিলা বেরিয়ে এলেন - দেখুন আমি এখানে একা থাকি, গ্যারেজ তো আর সকালের আগে খুলবে না, কারণ ওরা গ্যারেজ বন্ধ করে চলে গেছে I আপনাকে সকাল পর্য্যন্ত অপেক্ষা করতে হবে I
উকিল বললেন-- ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে অনুরোধ করছি পুরো রাতটা কাটাবার জন্য দয়া করে আমাকে একটু স্থান দিন I
সুন্দরী মহিলা বললেন -- কিন্তু স্যার, আমি যে এখানে একা থাকি I
উকিল বললেন-- আপনার ভয় পাবার কোন কারণ নেই, আমি একজন হাইকোর্টের উকিল I
সুন্দরী মহিলাটি বললেন-- কিন্তু স্যার, এখানে শুধু একটাই বেডরুম আছে এবং সেটা আমি ব্যবহার করি I
উকিল বললেন-- বললাম তো ভয়ের কিছুই নেই, আমি হাইকোর্টের উকিল I
তখন তারা দুজন বেডরুমে ঢুকার পর মহিলাটি বললেন-- কিন্তু স্যার এখানে তো একটাই বেড আছে I
উকিল বললেন-- ভয়ের কিছু নেই, আমি হাইকোর্টের একজন উকিল I
অতপর তারা একজন আরেকজনের দিকে পেছন ফিরে একই বেডে শুয়ে রাতটা কাটিয়ে দিলেন I
পরদিন সকালে উঠে উকিল ওই মহিলার সাথে ফার্ম হাউসের দিকে এক চক্কর দিলেন I তারা দেখলেন ফার্ম হাউসের পাশে একটা মুরগির খাঁচা পড়ে আছে I খাঁচাটির কাছে গিয়ে উকিল দেখলেন, সেখানে ১০ টা মুরগী আর ৬০ টি মোরগ রয়েছে I উকিলের মনে একটা খটকা লাগলো I
তিনি ওই মহিলাটিকে বললেন-- ৬০ টা মোরগ আর মাত্র ১০ টা মুরগী ?? আপনার মনে কি কোন খটকা লাগছে না ?
মহিলাটি বললেন-- এতে খটকা লাগার কি হলো ? এই ৬০ টি মোরগের মধ্যে মাত্র ১০ টিই কাজের I
উকিল জিজ্ঞেস করলেন-- তাহলে বাকি ৫০ টা ?
মহিলাটি বলল-- বাকীরা সব হাইকোর্টের উকিল I

[এই গল্পের স্বত্ব oddbangla.com -এর। কপিরাইট ( Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976) নিয়ম মোতাবেক বিনা অনুমতিতে এর ব্যবহার আইনত নিষিদ্ধ]

পরিবেশক: oddbangla.com 

প্রচ্ছদ ও অলঙ্করন: Uro Digi Art
Blogger দ্বারা পরিচালিত.