হাসপাতালে ভর্তি মুসলিম করোনা রোগীদের জন্য ইফতারের আয়োজন করল হিন্দুরা


Odd বাংলা ডেস্ক: মহামারি পরিস্থিতিতে ভাতৃত্বের নজির গড়ল রাজস্থানের হনুমানগড় জেলার ভাটনার শহরের হিন্দু-মুসলিম ভাইয়েরা। পবিত্র রমজান মাসে জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন অসংখ্য মুসলিম ধর্মাবলম্বী মানুষ। আর তাঁদের জন্য ইফতারের আয়োজন করেছেন এলাকার হিন্দু যুবকরা। 

অসংখ্য মুসলিমরা এই কঠিন পরিস্থিতিতে আইসোলেশনে থেকেও রোজা পালন করছেন। করোনা সন্দেহে এভাবেই তাঁরা জেলা হাসপাতালে আইসোলেশনে রয়েছেন। তাঁদের অনেকের নমুনা পাঠানো হয়েছেন বিকানের ডিভিশনাল হেডকোয়ার্টারে পরীক্ষার জন্য। আর এই পরিস্থিতিতে ভাটনার কিং ক্লাব-এর তরফে অঙ্গীকার নেওয়া হয়েছে, যাতে কেউ অভুক্ত না থাকে। আর সেইকারণেই হাসপাতালে গিয়ে ইফতারের ফল বিতরণ করছেন ক্লাবের হিন্দু যুবকরা। 

তবে শুধু ফল নয়, ফলের পাশাপাশি অন্যান্য খাদ্যসামগ্রীও বিতরণ করা হচ্ছে বলে জানা গিয়েছে। হনুমানগড় জেলায় এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির গড়েছেন তাঁরা। 
Blogger দ্বারা পরিচালিত.